জনপ্রিয় কন্ঠশিল্পী- রূপম
ইউরোবিডিনিউজ অনলাইন ডটকম এর তারকা ভিডিও সাক্ষাৎকারে আলোচনার উল্লেখযোগ্য কিছু অংশ নিচে লিখিত ভাবে তুলে ধরা হলো:
* সঙ্গীত জীবনের শুরুটা আমার বাসা থেকে। আমি যখন একেবারেই ছোট ছিলাম তখন প্রতি সন্ধ্যায় আমাদের বাসায় গানের আসর বসতো। আমার বাবা খুলনা বেতারকেন্দ্রে গান করতেন।
* আমি খুলনাতে বড় হয়েছি দেশের বাড়ি পটুয়াখালীতে।
* আমি প্রথম ঢাকায় আসি ১৯৯৯ সালে। আমার প্রথম এ্যালবামটি বের হয় ২০০২ শফিক তুহিনের কথায় আইয়ুব বাচ্চুর সুরে-‘মন জলে’।
* বিদেশে তিন চার’শ কিলোমিটার দূর থেকে মানুষ গান শুনতে আসে।
* আমি স্টেজ শো..টা বরাবরের মতোই প্রাধান্য দিই। সে কারণে আমার এ্যালবাম সংখ্যা একেবারেই কম।
* আমার মিক্সড এ্যালবাম বের হয়েছে দশটার মতো আর সোলো এ্যালবাম হলো পাঁচটা: রোদেলা মেয়ে, সাজ বন্ধু, মন ভাসাইয়া দে, স্বপ্ন দেখার দিন, জনম জনম।
* আমাদের সিঙ্গারদেরকে এখন অনেক সচেতন হতে হবে। কারণ, কোটি কোটি টাকার ব্যবসা করেছে মোবাইল কোম্পানী গুলো আমরা জানতাম না। কিন্তু টোটাল রিংটোনটা আমরা যদি হিসেব করি তাহলে দাঁড়ায় তাহলে কয়েক’শ কোটি টাকা হবে। আমার একটা এ্যালবামের দাম চল্লিশ টাকা আর সারা মাসে একটি গানের একটু করে শুনবেন সেখানে ৩৫ টাকা দিতে হবে।