17-09-2013
নীলফামারীতে এক প্রতিবন্ধীর স্ত্রীকে চাকরি দেয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালকের বিরুদ্ধে। চাকরি না পেয়ে জাহিদ হোসেন লস্কর নামের ওই কর্মকর্তার কাছে টাকা ফেরত চেয়েও কোন লাভ হচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
পরিবার পরিকল্পনা অফিসে আয়া পদে চাকরির জন্য হেনা বেগম ৬ মাস আগে এক লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক ও নিয়োগ কমিটির সদস্য সচিব জাহিদ হোসেন লস্করকে। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও চাকরি পাননি হেনা। এ অবস্থায় টাকা ফেরত না পেয়ে প্রতিবন্ধী স্বামী ও ছেলেমেয়েদের নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
তবে টাকা নেয়ার কথা অস্বীকার করেছন ওই কর্মকর্তা। তিনি জানান, পরীক্ষায় পাশ না করায় হেনার চাকরি হয়নি।
এ বিষয়ে তাদের কিছু করার নেই বলে জানালেন কার্যালয়ের উপপরিচালক।
এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা চেয়েছে ভুক্তভোগী পরিবারটি।