ছাটাই বন্ধ ও চাকুরীচ্যুত শ্রমিকদের পুর্নবহালের দাবিতে বিক্ষোভ( Narayanganj Garments Woker )

TheGlobal.TV 2014-11-13

Views 38

রফিকুল ইসলাম রফিক:নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে অবস্থিত শোভন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তৌফিক সুয়েটার লিমিটেডে শ্রমিক ছাটাই বন্ধ, চাকুরিচূত্য শ্রমিকদের পুর্নবহাল এবং শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা প্রদানের দাবিতে বিকেএমইএ অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা সোয়া এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শ্রমিকরা শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়েক অবস্থিত বিকেএমইএ অফিসের এ বিক্ষোভ প্রদর্শন করেন।

Share This Video


Download

  
Report form