মাঘের শীতে কাঁপছে দেশ। তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশা ও শীতে বেশী দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া গরীব, দুঃস্থ ও অসহায় লোকজন। এই অবস্থা আরও দুইদিন থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
সারাদেশে মাঘের কনকনে শীত। উত্তরাঞ্চলে এর প্রভাব বেশী থাকায় অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। গেলো দুদিনে তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে, এখানকার জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় সবজিসহ ফসলের ক্ষতির আশংকা করছেন কৃষকদের।
শীতে স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে গাইবান্ধাতেও। শনিবার দেশের সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঠাকুরগাঁওয়ে।
তীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। গরম কাপড় না থাকায় ভিন্নভাবে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ।