ফ্যান্টাসি কিংডোমে ঈদ আনন্দ

Rezowan 2016-02-15

Views 12

ইট কাঠের নগরীতে, বিনোদনের জায়গার অভাব যেন চিরন্তন হয়ে উঠেছে। তাই স্বজনদের নিয়ে, অনেকেই খোলামেলা পরিবেশের বিনোদন কেন্দ্র গুলোতে ভীড় করেন উৎসব প্রিয় মানুষগুলো। তবে,বৃষ্টির কারণে সে আনন্দ অনেকটাই মলিন হয়ে গেছে। তবু যারা ঘুরতে গিয়েছেন বৃষ্টিতে ভিজেই উপভোগ করছেন ঈদের অন্যরকম আনন্দ।

থেমে থেমে,সারাদিনই বৃষ্টি।কখনো ভারি আবার,কখনো হালকা।তবুও বৃষ্টি উপেক্ষা করে,অনেকেই এখানে এসেছেন ,ঈদের আনন্দ ভাগাভাগি করতে।
তবে,ঠিক মতো ঘুরতে না পারা, আর পছন্দসই রাইড চরতে না পারায়, আফসোস প্রায় সবার।

তবে এদের মধ্যে ব্যাতিক্রম কেউ কেউ। চড়েছেন রাইডে, পাণভরে ভিজেছেন বৃষ্টিতে।

তবে, বিনোদন প্রিয় বাঙালি কথা ভেবে, ছিলো কতৃপক্ষের বাড়তি আয়োজন।

ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিয়ে অনেকেই ভিজেছেন বৃষ্টিতে,যেন এটাও ঈদের আনন্দ।
On Air: 14 Dec 2012
সাভারের ফ্যান্টাসি কিংডোমে ঈদ বিনোদন

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS