মানুষের চোখ দুটো এতো সস্তা না। দু গাল বেয়ে নেমে আসা পানিটা অমূল্য! যদি কেউ তোমার জন্য তার একটা জ্যোৎস্না রাত বিসর্জন দিতে পারে, যদি হেডফোনে ঝড় তোলে তার বুকে, যদি একটা মানুষ রাত জেগে জেগে শুধু তোমার নাম জপে যায়.... তবে সৃষ্টিকর্তার দোহাই, তাকে ছেড়ে যেও না! চলে যেতে দিও না! হারিয়ে যেতে দিও না! অনেক বড় ভুল হয়ে যাবে! অনেক বড় ভুল।