Aro Kichukhon Ki Robe (আরও কিছুক্ষণ কি রবে বন্ধু আরও কিছু কথা কি হবে) by James -

Funny tv 2016-06-03

Views 8

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।

বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে।

কাজলো সে চোখের অতল গভীরে
হারিয়ে যে আমি একাকার
মিষ্টি সে সুরে রিনিঝিনি কাঁকন
দিয়েছে যে আমায় পরপার
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।

সাগরেরই বুকে উড়ে যায় গাংচিল
তুমি যেন তার ঠিকানা
জীবনেরই পথে একে যাই যার ছবি
তুমি যেন তার উপমা
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে………

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS