দিনাজপুরের কাহারোলে আবিষ্কৃত হলো ১২শ’ বছর আগে বিষ্ণু মন্দির। পূর্ব ভারতীয় হিন্দু মন্দির স্থাপত্যের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই স্থাপত্যটির খনন কাজ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের একটি দল।
কাহারোল উপজেলা ডাবোর ইউনিয়নের নিভৃত পল্লী মাধবগাঁও। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের একটি দল টানা দেড় মাস মাস খনন কাজ চালিয়ে আবিষ্কার করে বিষ্ণু মন্দির।
ইটের তৈরি সুউচ্চ শিখরযুক্ত এই মন্দিরটি একাদশ থেকে দ্বাদশ শতকের কোন এক সময় ভেঙে পড়ে।
এ মন্দিরটি তৎকালীন বরেন্দ্র অঞ্চলে বৌদ্ধ ধর্ম চর্চার ওপর পরবর্তীকালের হিন্দু শাসকদের রাজনৈতিক ও ধর্মীয় আধিপত্যের সরাসরি নিদর্শন বলে ধারণা প্রত্নতত্ববিদদের।
https://youtu.be/hjGJoycI38k
A rare Vishnu temple with a unique ‘nava-ratha’ architecture has been excavated at Madhabgaon village in Kaharol upazila of the northern district of Dinajpur by a team of archaeologists from Jahangirnagar University.