সম্প্রতি দেশে জঙ্গি তৎপরতা ও গুপ্ত হত্যার ঘটনা ভাবিয়ে তুলেছে দেশবাসীকে। প্রায়ই কোন না কোন এলাকায় ঘটছে এমন ঘটনা। এসব গুপ্ত হত্যা জঙ্গি তৎপরতা ঠেকাতে কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে গঠন করা হচ্ছে ডিফেন্স পার্টি। জনসচেতনতা সৃষ্টির লক্ষে করা হচ্ছে সভা সমাবেশ।
গত দু’মাসে কুষ্টিয়ায় ৮টি খুনের ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকাবাসীর পাশাপাশি উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনীও। জেলার ২২লাখ মানুষের নিরাপত্তায় শুধুমাত্র পুলিশই যথেষ্ট নয়। তাই পাড়ায় মহল্লায় ডিফেন্স পার্টি গঠনের সিদ্ধান্ত নেয় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
সভা সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিফেন্স পার্টির নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হচ্ছে লাঠি।
পুলিশের এমন সিদ্ধান্ত অপরাধ দমনে সহায়ক হবে বলে মনে করছেন এলাকাবাসী।