নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান, তামিমসহ নিহত তিন

Rezowan 2016-08-28

Views 3

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অপারেশ হিট স্ট্রং টুয়েন্টি-সেভেন (Operation Hit Strong 27) অভিযানে ৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন গুলশান ও শোলাকিয়া হামলার মূলহোতা তামিম চৌধুরী। এ সময় একটি একে টুয়েন্টি-টু রাইফেল, তিনটি অবিস্ফোরিত গ্রেনেড ও পিস্তল উদ্ধার করা হয়। অভিযান শুরুর পর জঙ্গিরা কিছু নথিপত্র পুড়িয়ে ফেলে বলে জানায় পুলিশ।

ঢাকার কল্যাণপুর জঙ্গি আস্তানা থেকে পালিয়ে আসা কয়েকজন জঙ্গি শহরের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকার একটি বাড়িতে আশ্রয় নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করে। এরপর শুরু হয় গোলাগুলি। পরে অভিযানে অংশ নেন স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট), পুলিশ ও রেব সদস্যরা।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া অভিযান শেষ হয় সোয়া দশটায়। অভিযানে তামিম চৌধুরীসহ নিহত হয় ৩ জন। এদের সবাই জঙ্গি বলে জানান, আইজিপি এ কে এম শহীদুল হক। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জঙ্গিদের শিগগিরই সমূলে নির্মূল করা হবে বলে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS