বন্যায় ভেসে গেছে কোটি টাকার মাছ

Rezowan 2016-08-28

Views 1

মানিকগঞ্জ, যশোরের শার্শা ও বেনাপোলে বন্যায় ভেসে গেছে কোটি টাকার মাছ। এতে ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীরা নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম।

অন্যান্য বছর নানা জাতে মাছ চাষ করে স্বাবলম্ভী হয়ে উঠেছিল মানিকগঞ্জের চাষীরা। কিন্তু এবার বন্যায় ভেসে যাওয়ায় সব হারিয়েছেন তারা।

জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, ৬ হাজার ৬শ ৩টি পুকুরের ৪৩ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকার মাছ ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে ৪ হাজার ৬শ ৯৩ মৎস্য চাষী।

গেলো কদিনের ভারী বর্ষণে যশোরের বেনাপোল ও শার্শার প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়। এতে ডুবে যায় কয়েকশ’ পুকুর।

শুধু মাছ নয়, ক্ষতিগ্রস্থ হয় ১৩শ হেক্টর আমন, আউশ ধানসহ সবজি ক্ষেত।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS