এক সময় ভূতপ্রেত জ্বিন ইত্যাদির কথা বললে অনেকে নাসিকা কুঞ্চিত করতেন। বিষয়টিকে কুসংস্কার, অন্ধ বিশ্বাস এবং প্রগতি বিরোধী বলে ঢালাওভাবে আখ্যায়িত করতেন। কিন্তু এসব মানুষের এ ধরনের বক্তব্য বা মানসিকতায় জ্বীন বা অশরীরী সত্তার অস্তিত্ব হারিয়ে যায়নি। প্রকৃত জ্ঞানী ও অনুসন্ধিৎসু লোকজন বিষয়টিকে গুরুত্বের সাথে গ্রহণ করে। বিগত কয়েক বছর ধরে এ নিয়ে তারা গবেষণা করেছেন। এ ব্যাপারে ব্যবহার করেছেন অত্যাধুনিক যন্ত্রপাতি। এ নিয়ে বিশ্ববিখ্যাত টিভি চ্যানেল ‘ডিসকভারি’-তেও ধারাবাহিক প্রতিবেদন সম্প্রচারিত হয়েছে। পৃথিবীতে অনেক বিখ্যাত ভয়ঙ্কর জায়গা রয়েছে, তার মধ্য থেকে ১০ টি বেছে নিয়ে সেগুলোর কিছু বর্ননা তুলে ধরলাম