মহাসড়কে যানজটে দুর্ভোগে পড়েছে ঈদে ঘরে ফেরা মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত দেখা দিয়েছে দীর্ঘ যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গোমতী সেতু থেকে গৌরিপুর বারাপাড়া এলাকা পর্যন্ত ১০ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের সবকটি ঘাট চালু হলেও উভয় পারে যানবাহনের দীর্ঘ সাড়ি। এদিকে, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নাব্যতা সংকটের কারণে ব্যহত হচ্ছে পারাপার।
ঈদের ছুটিকে সামনে রেখে কর্মস্থল ছাড়ছে হাজারো মানুষ। তবে যানজটের কবলে ঈদযাত্রায় তৈরি হয়েছে ভোগান্তি। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড, হেমায়েতপুর; টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল ত্রিমোড়; নবীনগর-চন্দ্রা মহাসড়কের চাপ বেড়েছে সব ধরণের যানবহনের। থেমে থেমে চলছে গাড়ী।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ও এর আশেপাশেও থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। গরু বোঝাই ট্রাকের চাপ বেশি থাকায় বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা থমকে যাচ্ছে গাড়ি।
এদিকে, কয়েক দিনের প্রায় অচলাবস্থার পর অবশেষে চারটি ঘাটই চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে। এছাড়া, নাব্যতা সংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ধারণ ক্ষমতার চেয়ে কম পরিবহন নিয়ে পারাপার হচ্ছে ফেরী।