বিভিন্ন কোম্পানির রিপ্রেজেনটেটিভ ও দালাল চক্রের হাতে জিম্মি টাঙ্গাইলের মির্জাপুর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া, জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত এটি।
মির্জাপুরবাসীর স্বাস্থ্যসেবা দিতে ১৯৯৬ সালে স্থাপিত হয় ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি। এখানে ডাক্তার ও নার্স সংকটের কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না রোগীরা।
হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা কোন ব্যবস্থা নেই। পাশাপাশি নেই ঔষধ ও নিরাপদ খাবারের ব্যবস্থা।
এই সুযোগে একটি দালাল চক্র রোগীদের ভাগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন ক্লিনিকে। ফলে সরকারি কোনো চিকিত্সা সেবা পায় না অসহায় রোগীরা।
দালাল চক্রের হাতে হাসপাতালটি পুরোপুরি জিম্মি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।