বনায়ন প্রকল্পের কয়েক’শ গাছ কেটে নিয়েছে একটি চক্র

Rezowan 2016-10-05

Views 3

চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র কর্তৃপক্ষের বনায়ন প্রকল্পের কয়েক’শ গাছ কেটে নিয়েছে একটি চক্র। তবে এ ব্যাপারে কিছুই জানা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তহসিল অফিস বিষয়টি জানলেও নেয়নি কোন পদক্ষেপ।

১৯৯২ সালে বাবুডাইং এলাকার একশ ত্রিশ বিঘা সরকারী খাস জমিতে প্রায় সাড়ে ৮ হাজার বৃক্ষ রোপন করে সবুজ বনায়ন বেষ্টনী তৈরী করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু তাদের অগোচরে কেটে ফেলা হচ্ছে বেশিরভাগ গাছ।

স্থানীয়রা বাঁধা দিলেও তাদের মিথ্যে তথ্য দিয়ে নিধন চলছে রাষ্ট্রীয় সম্পদ।

বিষয়টি তহসিল অফিস জানলেও কোন ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি তহশিলদার আহসান হাবিব।

আর তদন্তের পর আইনি পদক্ষেপ নেয়ার কথা বললেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS