চালকল মালিকদের সিন্ডিকেটের কবলে কুষ্টিয়া চালের বাজার। মিল গেটের তুলনায় খুচরা বাজারে দাম বাড়ার প্রবণতা আরো বেশি। চালের এমন দাম বাড়ার পিছনে ক্রেতা, খুচরা ব্যবসায়ীরা মিল মালিক ও ফড়িয়াদেরকে দায়ী করেছেন।
দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে নিবন্ধিত চালকল রয়েছে ৩৬৪টি। প্রতিদিন এখান থেকে ১৫ টনের প্রায় দেড়শ ট্রাক চাল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যায়।
তবে গত দু’মাসে মিনিকেট, কাজললতাসহ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। খুচরা বাজারে এই হার আরও বেশি। বিক্রেতাদের অভিযোগ, চালকল মালিকরা দাম বেশি রাখায় তাদেরও বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে।
উদ্বিগ্ন ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ী ও মিল মালিকরা ইচ্ছামত চালের দাম বাড়িয়ে দিচ্ছে।
নতুন ধান না উঠা পর্যন্ত বাজার নিম্নমুখি হবার সুযোগ নেই বলে জানায় চালকল মালিক সমিতি।
ইচ্ছেমত দাম বাড়ানোর প্রমান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা বাজার কর্মকর্তা।