নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন কমিশনের জন্য এক ধরণের চ্যালেঞ্জ। দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে সুশীল সমাজ, মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং ভোটারদের নিয়ে এক গোল টেবিল বৈঠকে এমন অভিমত দেন বক্তারা। বর্তমান পরিস্থিতি নিয়ে শংকার কথাও তুলে ধরেন অনেক বক্তা। এদিকে সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আবারো জানিয়েছে বিএনপি।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে সুশীল সমাজ, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি আলোচনায় অংশ নেন ভোটাররা।
নির্বাচনের দিন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কার কথা তুলে ধরেন কেউ কেউ।
নির্বাচন কমিশনের পদক্ষেপের সমালোচনাও করে নির্বাচন সুষ্ট ও নিরপক্ষ করতে সেনা মোতায়েনের ওপর জোর দেন প্রার্থীরা।
এদিকে, সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। বিএনপি দলীয় মেয়র প্রার্থীর মিডিয়া সেলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।