কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের বেহাল দশা

Rezowan 2016-12-16

Views 8

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সংস্কারের মাত্র এক বছরের মাথায় আবারও কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের বেহাল দশা। জায়গায় বড় বড় গর্ত, ইট-খোয়া উঠে জলাশয়ে পরিণত হয়েছে। মাত্র কয়েক দুই ঘন্টার সময়ে এ সড়কে এখন সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। দুর্ঘটনার আতংক নিয়ে যাতায়াত করছেন পরিবহন শ্রমিক ও পথচারী। সড়কটি সংস্কারে আগামী অর্থবছরের অর্থবরাদ্ধ চেয়েছে সড়ক বিভাগ।

গেল ২০১৪-১৫ অর্থবছরে কুষ্টিয়া-রাজবাড়ী মাত্র ২৮ কিঃ মিঃ দীর্ঘ এই সড়কটি ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এ বছর বর্ষা মৌসুমেই সড়ক থেকে পীচ-ইট-বালি উপড়ে এখন এমন বড় বড় গর্ত আর জলাশয়ের সৃষ্টি হয়েছে। চলাচলের অনুপোযোগী এ সড়ক দিয়ে দুর্ঘটনার আতংক নিয়েই চলাচল করছেন পরিবহন শ্রমিক ও যাত্রী সাধারণ। তাদের দাবী সড়কটি দ্রুত স্থায়ী সংস্কারের।

নিম্ন মানের ইট-বালি দিয়ে সংস্কার কাজ চলার সময়ে এলাকাবাসী বাঁধা দিলেও ঠিকাদাররা সওজ বিভাগের সাথে যোগাযোগ করতে বলেন। অপরদিকে পদ্মা সেতুর কাজ চলায় এ সড়কে দশ চাকার ট্রাক বড় বড় পাথর, বালি নিয়ে যাতায়াতে পরিবহনের চাপ বেড়ে গেছে। তাই সড়কটি আঞ্চলিক মহাসড়ক হিসেবে ঘোষণা দেয়ার দাবী দীর্ঘদিনের। বললেন এলাকাবাসী।

এ বছরও কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক সংস্কারের জন্য ৫ কোটি টাকা বরাদ্ধের মধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের জন্য ২ কোটি টাকা বরাদ্ধ চেয়েছে কুষ্টিয়া সড়ক বিভাগ। জানালেন নির্বাহী প্রকৌশলী।

একটি সড়ক নাম মাত্র সংস্কার দেখিয়ে প্রতি বছর সরকারী অর্থ অপচয় হচ্ছে। অন্যদিকে চলাচলের অনুপোযোগী সড়ক দিয়ে এলাকাবাসী চলতে যেয়ে সীমাহিন দুর্ভোগে পড়েন। কুষ্টিয়া রাজবাড়ী সড়কটিতে নাম মাত্র সংস্কার না করে স্থায়ী সংস্কারের দাবী এলাকাবাসীর।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS