বাংলাকে রাষ্ট্র ভাষা প্রতিষ্ঠার আন্দোলনের ১৯৫২ সালে যে ক’জন সৈনিক অকাতরে প্রাণ দিয়েছিলেন তাদের তালিকার প্রথম নাম রফিক উদ্দিন আহমদ। স্মৃতি ধরে রাখতে মানিকগঞ্জের সিংগাইরে নির্মান করা হয় শহীদ রফিক স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার। জনবল সংকট আর অব্যবস্থাপনার মধ্যেও সেখানে বরাদ্ধ বই পড়ে দেশ-বিদেশের ইতিহাস জানতে পারলেও রফিক উপেক্ষিত রয়ে গেছেন, এমন আক্ষেপ স্থানীয়দের।
১৯৬২ সালের ৩০ অক্টোবর সিংগাইরের পারিল গ্রামে জন্ম ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদের। তার স্মরণে নিজ গ্রামে ২০০৮ সালে প্রতিষ্ঠা করা হয় যাদুঘর ও লাইব্রেরী। তার পরেও আক্ষেপের শেষ নেই স্থানীয়দের।
শুধু ফেব্রুয়ারী মাসেই রফিককে স্মরণ, প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের ভীড় আর দেখতে চান না স্বজনরা।
রফিকের শাহদাৎ বার্ষিকীকে ঘিরে প্রশাসন ও স্থানীয়দের নেয়া কর্মসূচি তুলে ধরেন একুশে উদযাপন পরিষদের সদস্য সচিব।