দুই বাংলার মিলন মেলা

Rezowan 2016-12-17

Views 1

১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্ব সীমান্তের কাঁটাতারের বেড়া বসিয়ে আলাদা করে দিয়েছে এপার বাংলা ওপার বাংলার মানুষদের। ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি এক হওয়ার পরও তারা ধর্মের কারনে ভিনদেশী। তবে ভাষার জন্যই আবার দুই বাংলার মানুষ খানিকটা সময়ের জন্য একে অপরের সঙ্গে মিলে মিশে যায়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই বাংলাদেশ-ভারত সীমান্তের কড়া বেষ্টনি শীথিল হয়ে যায়। বাঁধন হারা আবেগে একাকার হয়ে হয়ে যায় দু’বাংলার মানুষ।

ভৌগোলিক সীমারেখা ভুলে বেনাপোল ও বনগাঁও পৌরসভা উদ্যোগে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই বাংলার মানুষ।

উপস্থিত বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

অন্যদিকে, দিনাজপুরের হাকিমপুরে সীমান্তের শূণ্য রেখায় দুই বাংলার মানুষ একই মঞ্চে গাইলেন ভাষা শহীদদের স্মরণে বাংলার জয়গান।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS