মুন্সীগঞ্জের চাষীরা বিগত বছরগুলোতে সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপন করে ফসলতা পাওয়ায় এবারো ক্ষেতজুড়ে বসিয়েছে মৌবাক্স। এতে পরাগায়নে যেমন বাড়ছে সরিষার ফলন অন্যদিকে, আহরণ করা যাচ্ছে মধু।
মুন্সীগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং ও গজারিয়ার প্রায় ৩ হাজার ৩০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এসব ক্ষেত থেকে মৌমাছির সাহায্যে মধু সংগ্রহের জন্য স্থাপন করা হয়েছে মৌবাক্স।
তাতে রাখা হয়েছে একটি রানি মৌমাছি। এ কারণে ক্ষেতের পাশে যেখানেই ওই বাক্স রাখা হয় অন্য মৌমাছিরা আসতে থাকে। আসা যাওয়ার পথে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে রাখে। মৌমাছির তাপ ও বাতাসের মাধ্যমে ৬ থেকে ৭ দিনপর তা গাঢ় মধুতে পরিণত হয়।
ক্ষেতে মৌমাছি যে পরাগায়ন ঘটায় তাতে সরিষার দানা ভালো হয়। ফলনও স্বাভাবিকের চেয়ে ২০ ভাগ বাড়ে বলে জানান কৃষি কর্মকর্তা।