ইতালীতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উন্নয়ন মেলাএমডি রিয়াজ হোসেন,ইতালি থেকে-ইতালিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। ।

ankon-link2016 2017-02-06

Views 6

ইতালীতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উন্নয়ন মেলা
এমডি রিয়াজ হোসেন,ইতালি থেকে-
ইতালিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। সরকােরর উন্নয়ন মূলক কম’কান্ড তুলে ধরে প্রবাসীদের মাঝে ভিডিও প্রদশনী করা সয়েছে। রোম দূতাবাসের আয়োজনে রবিবার ৬ নং কমিউনিটি হলে এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। এতে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দূতাবাসের প্রথম সচিব আরফানুল হকের পরিচালনায় উন্নয়ন মেলায় বক্তব্য দেন সব’ইউরোপ আ’লীগ সহ সভাপতি লোকমান হোসেন,সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া,ইতালি আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলি আহমেদ ঢালী,সাধারন সম্পাদক হাসান ইকবাল ,জাতীয় পাটি‘ ইতালি শাখার সভাপতি রাহেল আহমেদ প্রমুখ। উন্নমন মেলায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে যে লক্ষ্য ২০২১ সেই সময়ের আগেই ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালে দেশ উন্নয়নশীল একটি দেশে রূপান্তরিত হবে। 03উন্নয়ন মেলায় উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর ড,মফিজুর রহমান,ইতালি আ’লীগ, সহসভাপতি হাবীব চৌধূরী,যুগ্ন সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন,এম এ রব মিন্টু সহআরো অনেকে। এসময় উপস্থিত আ’লীগ বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা শুধু মাত্র আ’লীগ সভানেত্রী নয় এখন বিশ্ব নেত্রী। বাংলাদেশে চলছে উন্নয়ন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের মডেল। আর এর নেতৃত্ব দিচ্ছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরাষ্ট্র প্রতি মন্ত্রীর অসচ্ছ প্রবাসীদের লাশ বহনে খরচের সরকারী ভাবে যে ঘোষনা দেন এর সাধুবাদ জানিয়ে এর কায’করীতা খুব শীঘ্রই প্রবাসীরা চান। তবে বিনা পয়সায় লাশ বহনে এই ঘোষনার ব্যাপারে রাষ্ট্রদূত অফিসিয়াল ভাবে এখনও অনুমতি পায়নি। অনুষ্ঠান শুরুর পূবে‘ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের জন্য এক মিনিট নীরবতা পালন পোকরা হয়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS