►Anushka নায়িকা অণুষ্কা শর্মা জীবন বৃত্তান্ত Biography of Bollywood Actress Update.

BD HITS VIDEO 24 2017-02-13

Views 6

নায়িকা অণুষ্কা শর্মা বর্তমানে ভারতীয় চলচিত্রের সুপার হিট নায়িকা।এই ভিডিও টিতে তার কর্ম জীবন ক্যারিয়ার চলচিত্রে আসার কাহিনী বলা হয়েছে। অণুষ্কার
জন্ম ১ মে ১৯৮৮ সালে অযোধ্যা, উত্তর প্রদেশ, ভারতে। তিনি লেখাপড়া করেছেন বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে। তিনি একাধারে একজন মডেল, অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক। তিনি রব নে বানা দি জোড়ি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। পারিবারিক পরিচিতি হলো অানুশকার পিতা হলেন কর্নেল অজয় কুমার শর্মা যিনি একজন সেনা কর্মকর্তা এবং তার মা অসিমা শর্মা একজন গৃহিনী। কার্নেশ নামে অণুষ্কার এক বড় ভাই রয়েছে, যিনি মার্চেন্ট নেভিতে কাজ করছেন। অণুষ্কার মডেলিংকে যতটা সিরিয়াস নিয়েছিলেন অভিনয়টাকে প্রথমে ততটা নেননি। পরে অবশ্য তিনি তা নিয়েছেন।
ব্যাক্তিগত জীবন নিয়ে অণুষ্কার কিছু কথা শোনা যায় প্রথমে রণবীর সিং ও পরে বিরাট কোহলিকে নিয়ে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS