Bangla Quran Translation
16 An-Nahl
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
16:90]
আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্নীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখ।
[16:91]
আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ কর এবং পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না, অথচ তোমরা আল্লাহকে জামিন করেছ। তোমরা যা কর আল্লাহ তা জানেন।
মুহাম্মাদ Rasulullah (শান্তি এবং আলাইহি ওয়া ওয়া) আর অন্যদের সাথে সম্পর্ক থেকে তিনি বললেনঃ ঈমানের পূর্ণতা দিলেন: ' যারা বিশ্বাস করে যে, ঈশ্বর ও অন্যান্য দিনের না কষ্ট তার প্রতিবেশী এবং যারা অন্যান্য দিনের সম্মান তার জন্য ঈমান আনত আল্লাহর উপর ও যারা ঈমান এনেছে আল্লাহ এবং সে ভাল বলে বা চুপ করে সেদিন» সহিহ বুখারী।
سورة النحل
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
إِنَّ اللَّـهَ يَأمُرُ بِالعَدلِ وَالإِحسانِ وَإيتاءِ ذِي القُربى وَيَنهى عَنِ الفَحشاءِ وَالمُنكَرِ وَالبَغيِ يَعِظُكُم لَعَلَّكُم تَذَكَّرونَ ﴿٩٠﴾ وَأَوفوا بِعَهدِ اللَّـهِ إِذا عاهَدتُم وَلا تَنقُضُوا الأَيمانَ بَعدَ تَوكيدِها وَقَد جَعَلتُمُ اللَّـهَ عَلَيكُم كَفيلًا إِنَّ اللَّـهَ يَعلَمُ ما تَفعَلونَ ﴿٩١
جعل رسول الله صلى الله عليه وسلم حسن المعاملة والعلاقة مع الآخرين من كمال الإيمان فقال : « مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ » « رواه البخاري » .
English Translation of Quran
The Bee
In the name of Allah, the Beneficent, the Merciful.
[16:90]
Lo! Allah enjoineth justice and kindness, and giving to kinsfolk, and forbiddeth lewdness and abomination and wickedness. He exhorteth you in order that ye may take heed.
[16:91]
Fulfil the covenant of Allah when ye have covenanted, and break not your oaths after the asseveration of them, and after ye have made Allah surety over you. Lo! Allah knoweth what ye do.
He made Muhammad Rasulullah (peace and blessings of Allaah be upon him) and the relationship with others from the perfection of faith he said: "Who believes in God and the other day dont hurt his neighbor and who believed in God and the other day to honor his guest and who believed in God and the other day he would say good or keep silent» Narrated by Al-Bukhaari.