শরীয়তপুরে সাপে কাটা মৃত গৃহবধূ কে যে ই ধরছেন সবাই অসুস্থ হয়ে পরছেন কিন্তু কেন !!!

Views 1

শরীয়তপুরের সখিপুরে বিষধর সাপের ছোবলে গৃহবধূ লিপি আক্তারের মৃত্যু হয়েছে। তবে সাপের দংশনের পরে তার সেবা করতে গিয়ে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন আরও ৮৩ জন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে লিপি আক্তার মাটির রান্নাঘরে কাজ করতে গিয়ে ইঁদুরের গর্তে তার পা আটকিয়ে গেলে গর্তে থাকা সাপ তাকে দংশন করে। সঙ্গে সঙ্গে তিনি নীল বর্ণ ধারণ করে মাটিতে লুটিয়ে পড়েন।

এই সময় ক্ষত স্থানটিতে বেঁধে দিতে গেলে একে একে অসুস্থ হয়ে পড়েন গ্রামের ৮৪ জন মানুষ। গ্রামবাসীর দাবি, লিপিকে যারা স্পর্শ করেন তারাই অসুস্থ হয়ে পড়েছেন।

চিকিৎসকের পাশাপাশি স্থানীয় বাউল বকাউল নামে এক সাপুড়ে অসুস্থদের সেবা দেন। পরে লিপি আক্তারকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS