ভারতের উত্তর প্রদেশে উৎকল এক্সপ্রেস নামের একটি ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। ট্রেনটির ১৪টি বগি উল্টে গেছে। কয়েকটি বগি উল্টে অন্য বগির ওপর উঠে যাওয়ায় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এ হতাহত হওয়ার ঘটনা ঘটে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ১০০ কিলোমিটার দূরের মুজাফফরনগরের খুয়াতলি রেলস্টেশনের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছে। কমপক্ষে ৪০০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটি ওডিশার পুরি থেকে উত্তরাখন্ডের হরিদ্বারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।