প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনে হয় আর নোবেল পাওয়া হলো না। শেখ হাসিনার নোবেল এর বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বাংলাদেশের বেশ কয়েকটি দল। এই ছোট দল গুলো যে সকল কারন তুলে ধরছে, তাতে শেখ হাসিনার নোবেলের স্বপন পুরে ছাই হতে আর বেশি দেরি নেই।
এর আগেও শেখ হাসিনা কি নোবেল প্রাইজ পাচ্ছেন? আসল ঘটনা কি? এমন প্রশ্নে উঠেছিলো। অন্যদিকে শেখ হাসিনার সাথে মেরকেল কে যৌথ ভাবে নোবেল প্রাইজ দেবার কথা চলছে।
অন্যদিকে শেখ হাসিনার নোবেল টেকাতে মাঠে নেমেছে ড. ইউনূস, এছাড়া বিএনপি সামর্থকেরা শেখ হাসিনার শান্তিতে নোবেল পুরস্কার পাবার বিপক্ষে কথা বলছে।
আমাদের ভিডিও ভালো লাগলে , এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন ।
Subscribe here :
Facebook Page:
Google Plus: