এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্যপদ পাওয়াটা সম্মানজনক। তবে, এই কমিটির আসন্ন সভায় অংশ নিয়ে শুধু আনুষ্ঠানিকতাই সারতে চান না সাকিব আল হাসান। বরং বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলোও তুলে ধরতে চান তিনি। মিরপুরে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
Getting the membership of the MCC World Cricket Committee is honorable. However, Shakib Al Hasan does not want to justify formalities by participating in the upcoming meeting of this committee. Rather, he wants to highlight the chances and challenges of Bangladesh's cricket. The Tigers test and T-Twenty captain said this to the media in Mirpur.