শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরদিন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করলেন শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ বিকাল ৩ টায় মেয়র সংবাদ সম্মেলনে সেলিনা হায়াৎ আইভী সংঘর্ষের ঘটনাকে শামীম ওসমানের পরিকল্পিত বলে উল্লেখ করেন। আর বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনে শামীম ওসমান সব অভিযোগ আইভীর বিরুদ্ধে করেন। অন্যদিকে নারায়ণগঞ্জে শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ও দলীয় ব্যবস্থা নেওয়া হবে। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার বিকেলে ফুটপাতে হকার বসা না-বসা নিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাংসদ শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওবায়দুল কাদের বলেন, ‘দুজনকেই (আইভী, শামীম ওসমান) ফোন করেছি। যেন এই ঘটনা বন্ধ করা হয়। নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত চলছে, যারাই জনসমক্ষে দলের ভাবমূর্তি সংঘর্ষের মাধ্যমে নষ্ট করেছে, যারাই দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে-ই অপরাধী হোক, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’