বিএনপির সিনিয়র নেতাদের কিনে ফেলেছে সরকার! জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হবার ৪৮ ঘণ্টার মধ্যে আন্দোলন প্রশ্নে বিএনপিতে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপির সিনিয়র নেতারা, এখন চূড়ান্ত আন্দোলনের বদলে আইনি লড়াইকে গুরুত্ব দিতে চাইছেন। অন্যদিকে অপেক্ষাকৃত তরুণ এবং তৃণমূলের নেতারা চাইছেন এখনই চূড়ান্ত আন্দোলন।
খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার জন্যে তেমন কোনো জোড় পদক্ষেপ নেয়নি বিএনপির সিনিয়ার নেতারা। বিএনপি নেতা মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ সিনিয়ার সকল নেতার এমন আন্দোলন বিমুখী মনোভাবের কারনে বিএনপি কর্মীদের ভেতরে সন্দেহ ঘনীভুত হয়েই যাচ্ছে। বিএনপির অনেকেই মনে করছেন শীর্ষ নেতারা নিজেদের স্বার্থ রক্ষা করে চলছে। এমন অবস্থাতে প্রশ্ন উঠেছে বিএনপি নেতারা তাহলে কি সরকারের কাছে বিক্রি হয়ে গেছেন?