'স্টেট অব দ্য ন্যাশন' ভাষণে রামাফোসা শোনালেন অর্থনৈতিক মুক্তির কথা

SOMOY TV News 2018-02-17

Views 2

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার একদিনের মাথায় জাতির উদ্দেশে 'স্টেট অব দ্য ন্যাশন' ভাষণে দেশটির অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার আদর্শ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন সিরিল রামাফোসা। এছাড়া অর্থনৈতিক উন্নয়নকেই মূল কর্মপরিধি হিসেবে আখ্যা দেন তিনি। রামাফোসা জানান, এমন কিছু করতে চান যেন ইতিহাস তাকে স্মরণ করে। তবে বিশ্লেষকরা বলছেন, রাতারাতি এমন পরিবর্তন অত্যন্ত কঠিনই হবে। তাছাড়া ২০১৯ সালের নির্বাচনের প্রস্তুতি নেয়াটা, তার এবং দলের জন্য বড় চ্যালেঞ্জ।

নিরাপত্তা বেষ্টনিতে বিশাল গাড়িবহর। সস্ত্রীক পার্লামেন্টে এলেন, দক্ষিণ আফ্রিকার নয়া প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ছিল তোপধ্বনির আয়োজনও।

স্থানীয় সময় শুক্রবার জাতির উদ্দেশে 'স্টেট অব দ্য ন্যাশন' ভাষণে রামাফোসা শোনালেন অর্থনৈতিক মুক্তির কথা। যে দুর্নীতির দায়ে জ্যাকব জুমার পদত্যাগ, সেই দুর্নীতিকেই প্রশাসন থেকে বিতাড়িত করার ঘোষণা আসে তার পক্ষ থেকে। পাশাপাশি পূর্বসূরি নেলসন ম্যান্ডেলার স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় ছিল তার কণ্ঠে।

অর্থনৈতিক উন্নতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। উন্নয়ন নীতির নিশ্চয়তা এবং ধারাবাহিকতা নিশ্চিত করতে চাই। এমন একটা কিছু করতে চাই যা ইতিহাস হয়ে থাকবে।

আফ্রিকা মহাদেশের ধনী এ দেশটিতে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাওয়ার কথা জানান ৬৫ বছর বয়সী রামাফোসা।

In a state of the nation's speech in a day after taking over as South Africa's president, Sirle Ramphosa has announced the implementation of Mandela's ideal of the country's undisputed leader Mandela. He also termed economic development as the main scope of work. Ramphosa said, want to do something like that history reminds him. However, analysts say that such changes overnight would be very difficult. Besides, preparing for the 2019 election, big challenges for him and the team.

Large enclosures in security enclosures. The Irish came to parliament, South Africa's new President Cyril Ramphosa. There he was given a red carpet reception. There was also a gunfight arrangement.

During the local time Friday in the State of the Nation 'speech to the nation, Ramphosa learned about the economic release. The announcement of Jacob Zuma's resignation for corruption, the announcement to expel that corruption from the administration, comes from him. As well as the predecessor Nelson Mandela had the confidence to build a dream country.

Promoted for economic growth. Want to ensure the guarantee and continuity of the development policy. Want to do something that will be history.

65-year-old Ramphosa said that the rich in Africa's continent would work to create a fair environment for investment in the country.

Share This Video


Download

  
Report form