ভারতের ত্রিপুরা রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনর ভোটগ্রহণ !

SOMOY TV News 2018-02-18

Views 12

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দীর্ঘ ২৫ বছর বামদল সি.পি.এম'র দখলে থাকা এ রাজ্যে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি জোট জয় পেতে মরিয়া। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মানিক সরকার কাজে লাগাতে চান তার 'ক্লিন ইমেজ'। তবে মানিকের দোষ ত্রুটির হিসেব কষতে ইতোমধ্যে দু'বার রাজ্যটি সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্লেষকরা বলছেন, বিজেপি এ রাজ্যে জয় পেলে ভারতের সেভেন সিস্টার্সে শক্ত প্রভাব তৈরিতে সক্ষম হবে মোদির দল।

বাংলাদেশ সংলগ্ন ভারতের সেভেন সিস্টার্সের ত্রিপুরা রাজ্যে উৎসব মুখর পরিবেশে বিধানসভা ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৩ হাজার ২১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকালের হালকা শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোতে জড়ো হতে থাকেন ভোটাররা।

বামদল সি.পি.এম'র টানা ২৫ বছরের ঘাঁটি ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপির প্রতিপাদ্য 'চলো পাল্টাই'। আর ভোটাররাও চান পরিবর্তন আসুক।

রাজ্যের ভালোর জন্য ভোট দিতে এসেছি। আগামী দিনগুলোতে পরিবর্তন আশা করি।

যিনি কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন তাকেই ভোট দেবো।

সম্প্রতি ত্রিপুরা সফরে বিজেপি সভাপতি অমিত সাহ বলেন, বামপন্থী সিপিএম সরকার ৭ লাখ বেকার তৈরি করেছে। তারা কর্মসংস্থান তৈরি করতে পারেনি, হয়নি কল-কারখানাও। ফলে পরিবর্তন আনতে চায় তার দল।

Polling going on in Tripura state assembly elections The ruling BJP, which is in power for the last 25 years, is desperate to win the ruling BJP alliance. On the other hand, Chief Minister Manik Sarkar wants to utilize his 'clean image'. But Prime Minister Narendra Modi has already visited the state twice to assess the error of Manik's error. Analysts say that if the BJP wins in the state, it will be able to make a strong impact on India's Seven Sisters.

In the Tripura state of Seven Sisters of Bangladesh, adjacent India, the state assembly elections are held. Polling is going on at local time from 7am to 3, 214 centers. Voters are gathering at centers in the morning ignoring the light winter morning.

Leftist CPM's 25-year-old base in the Tripura ruling BJP theme 'Chalo Paltai' And voters also want change.

I came to vote for the state's good. Hope to change in the coming days.

We will vote for those who can create employment and economic development.

In a recent trip to Tripura, BJP president Amit Sah said, the leftist CPM government has created seven lakh unemployed. They could not create jobs, not even the factories. As a result, his team wants to change.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS