উত্তর কোরিয়ার প্রশংসায় ট্রাম্প ! | Korea News Update

SOMOY TV News 2018-03-11

Views 1

উত্তর কোরিয়া শান্তির পথ বেছে নেয়ায় দেশটির নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসে কিম জং উনের সঙ্গে তার সম্ভাব্য বৈঠকের আগ পর্যন্ত পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কোরীয় উপদ্বীপে চলমান সংকটের রাজনৈতিক সমাধানের উদ্যোগকে স্বাগত জানিয়ে, দু'দেশকেই ইতিবাচক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে চীন।



পূর্ব নির্ধারিত এক জনসভায় অংশ নিতে শনিবার ওয়াশিংটন ডিসি থেকে পেনসিভানিয়ায় যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার বক্তব্যে সবচেয়ে গুরুত্ব পায় কোরিয়া ইস্যু। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, ট্রাম্প শান্তি আলোচনার প্রতি দেশটির আগ্রহের প্রশংসা করেন। আগামী মে মাসে, কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠকে, বিশ্ব নিরাপত্তার স্বার্থে উত্তর কোরিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছারও আশা প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, 'উত্তর কোরিয়া এখন শান্তি চায়। তারা আজ আমাদের দেখানো আলোচনার পথে এগিয়ে এসেছে। আশা করি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ রাখার বিষয়ে উত্তর কোরিয়া তাদের প্রতিশ্রুতি মেনে চলবে। দেশটির নেতার সঙ্গে আমার সামনাসামনি বৈঠকে গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে। এই পরিকল্পনার বাস্তবায়ন হলে নিঃসন্দেহে তা সবার জন্য কল্যাণকর হবে।'

যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া শীর্ষ পর্যায়ের বৈঠকে দুই দেশের নেতা একমত হওয়ায়, দীর্ঘদিনের সঙ্কট সমাধানের আশা প্রকাশ করেছে পিয়ংইয়ং-এর গুরুত্বপূর্ণ মিত্র বেইজিং। তবে বিলম্ব না করে দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ দিয়েছে চীন।

US President Donald Trump praised the country's leadership for choosing the path of peace. He hoped that Pyongyang will stop the missile program until its possible meeting with Kim Jong Un will next May. Welcoming the political solution initiative of the ongoing crisis in the Korean Peninsula, China has called on the two countries to take positive steps.



US President Donald Trump went to Washington from DC on Saturday to attend a scheduled meeting. The Korea issue was most important in his speech there. Welcoming the decision to postpone the North Korean missile test, Trump appreciates the country's interest in peace talks. In May, the US presidential meeting with Kim Jong Un will hope to reach an important agreement with North Korea for the sake of world security.

Trump said, "North Korea now wants peace. They have come forward in the way of our discussion today. Hope North Korea will abide by their commitment to keep the missile program closed. There is a bright possibility of an important agreement in my meeting meeting with the leader of the country. If this plan is implemented then it will definitely be beneficial for all. '

Beijing, the key ally of Pyongyang, expressed hope that the leaders of the two countries agreed on the US-North Korea summit level talks, to resolve the long-term crisis. But China has advised to implement this plan quickly without delay.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS