Pakistan PM Shahid Khaqan Abbasi security-checked at JFK airport; country's media reacts angrily
Pakistan's Prime Minister Shahid Khaqan Abbasi went through a security check at New York's JFK airport during a recent US visit, say Pakistani media reports that come at a time ties between the two countries have been severely strained.
পাকিস্তানি প্রধানমন্ত্রীকে উলঙ্গ করে তল্লাশি মার্কিন বিমানবন্দরে।
নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জামা-কাপড় খুলিয়ে তাকে তল্লাশি করার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খোকন আব্বাসির কপালে জুটল একরাশ ‘হেনস্থা’! নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জামা-কাপড় খুলিয়ে তাকে তল্লাশি করার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসার পরেও যে ট্রাম্প প্রশাসনের খুব একটা হেলদোল রয়েছে, তা নয়। তবে, পাকিস্তানে কিন্তু এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল গত সপ্তাহে। অসুস্থ বোনের সঙ্গে দেখা করার জন্য নিউ ইয়র্কে পা দিতেই তল্লাশির মুখে পড়েন পাক প্রধানমন্ত্রী।
কেমন সেই তল্লাশি? ভিডিয়োয় দেখা গিয়েছে, যে কোট তিনি পরেছিলেন, সেটা হাতে ধরে রয়েছেন। তল্লাশিতে বিধ্বস্ত আব্বাসিকে গায়ের টি শার্ট ঠিক করতে দেখা গিয়েছে। তল্লাশির শেষে এক হাতে কোট, অন্য হাতে নিজের স্যুটকেস টানতে টানতে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান।