দেখুন ভয়ংকর এক রহস্যময় গ্রাম,যে নির্জন গ্রামে গেলে কেউ জীবিত ফিরে আসে না!

Maloti Ranimalakar 2018-10-06

Views 3


রাশিয়ায় এমন একটি গ্রাম রয়েছে যেখান থেকে কেউ জীবিত ফিরে আসে না। বিজ্ঞানীরাও এই রহস্য সমাধানে অনেক গবেষণা করেছেন। লোকে গ্রামটিকে মৃতদের শহর বলে ডাকে।এই গ্রামটি রাশিয়ার উত্তর ওশেটিয়ার একটি নির্জন এলাকায় অবস্থিত। গ্রামটির নাম ডারগাভস। এটি এমন এক জায়গা যেখানে শুধু মৃতরাই বাস করেন।গ্রামটিকে ঘিরে রয়েছে পাঁচটি খাড়া পাহাড়। আর গ্রামের ঘরগুলো সব পাহাড়ি পাথরে তৈরি করা হয়েছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS