দা’ওয়াতে ইসলামীর মাদানী কাফেলা ঢাকা ফয়যানে মদীনা থেকে পাকিস্তান হরিপুর সেতালু ছিরকুট শরীফে গমন করেন এর কিছু অংশ।
হুযুর কিবলা তাহের শাহ্ (মাদ্দাজিললুহুল আলী) এবং হুযুর আহমদ শাহ্ (মাদ্দাজিললুহুল আলী) দা’ওয়াতে ইসলামী, মাদানী চ্যানেল এবং আমীরে আহলে সুন্নাত সম্পর্কে ওনাদের অনুভুতি প্রকাশ করেন। আর আ’লা হযরত এর নাতী হযরত আল্লামা মুফতি মান্নান রযা খান মান্নানী মাদ্দাজিললুহুল আলী) UK তে দা’ওয়াতে ইসলামীর বাহার এবং দা’ওয়াতে ইসলামী, মাদানী চ্যানেল এবং আমীরে আহলে সুন্নাত সম্পর্কে ওনার মতামত ও অনুভুতি প্রকাশ করেন তার কিছু অংশ।
আল্লা্হ তা‘আলা আমাদেরকে দা’ওয়াতে ইসলামীর সাথে মিলেমিশে সুন্নিয়তের এবং মসলকে আ’লা হযরতের ফয়গাম ও কাজকে প্রচার এবং প্রসার করার তাওফিক দান করুক। আমিন