Presenting the New Bengali Prathana Geeti "Tumi Nirmala Karo : তুমি নির্মল কর sung by Child Artist From the Bengali Album "Naba Anande Jago".
Song: Tumi Nirmala Karo
Album: Naba Anande Jago
Artist: Child Artist
Writer & Composer: Rajanikanta Sen
Label: Bhavna Records
#BengaliSong #BanglaSong #BanglaGaan #BengaliSongs
Click Here To Watch....!!!!!
►Rabindra Sangeet Jukebox : https://goo.gl/i51UXX
►Bengali Album Songs | Audio Jukebox : http://bit.ly/RabindraSangeetAlbum
Lyrics :
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।।
তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর
মোহ-কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে ।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে
গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্
অকুল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ব-বিপদহন্তা,
তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
তব, শ্রীচরণ তলে নিয়ে এস, মোর
মত্ত-বাসনা গুছায়ে!
মলিন মর্ম মুছায়ে ।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।
আছ, অনল-অনিলে, চিরনভোনীলে,
ভূধরসলিলে, গহনে;
আছ, বিটপীলতায়, জলদের গায়,
শশীতারকায় তপনে।
আমি, নয়নে বসন বাঁধিয়া,
ব'সে, আঁধারে মরিগো কাঁদিয়া;
আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু,
দাও হে দেখায়ে বুঝায়ে।
মলিন মর্ম মুছায়ে ।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।
তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর
মোহ-কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে ।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।
Enjoy & stay connected with us!
► Subscribe to Sony DADC Bengali: https://www.youtube.com/sonydadcbengali
► Like us on Facebook: https://www.facebook.com/SonyDADCBengali/
► Follow us on Twitter:
https://twitter.com/sonydadcmusic
► Visit Now :
http://www.sonydadc.com