Beauty of Bangladesh, বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যবাহী পুতুল নাচ ৷ Rural Traditional Doll Dance on the Way to Extinction...........
#পরিবেশনায়: রয়েল বীণা পুতুল নাচ ব্রাক্ষণবাড়িয়া ৷
পুতুল নাচ, গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য ৷ গানের তালে তালে ঐতিহ্যবাহী ঘটনার সঙ্গে বাদ্যযন্ত্র ও সুরের মূর্ছনায় পুতুলের নৃত্য ৷যা গ্রামীণ জনপদে শিশু কিশোর ও সর্বস্তরের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ৷এক সময় রাত জেগে গ্রামের মানুষেরা ভিড় করতো এই পুতুল নাচ বা গানের আসরে ৷পুতুল নাচের গল্পে তুলে ধরা হতো সে সময়ের মানুষের ধর্মকথা নীতিকথা সুখ দুঃখ ও নিত্যদিনের জীবনা চরন ৷কাঠের পুতুল অথবা সোলা দিয়ে পুতুল তৈরি করে, সেটাতে রং তুলির আচর দিয়ে, বিভিন্ন বর্ণিল সাজে সাজিয়ে, বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে সুতা দিয়ে হেলিয়ে দুলিয়ে নাচানো হয় এই কাঠের পুতুল গুলোকে ৷যা এক সময় গ্রামীণ জনপদের মানুুষদের বিনোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছে ৷কিন্তু কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এই পুতুল নাচ, আজ প্রায় বিলুপ্তির তালিকায় নাম লিখিয়েছে ........
Please Follow This Channel For More Video: www.dailymotion.com/beautyofbangladesh241
Subscribe Our Youtube Channel : www.youtube.com/beautyofbangladesh
Like Our Facebook Page: www.facebook.com/bob241
Please Like comment and share this video with your friends. And don't forget to Follow to my channel :)
Thank's For Watching..........