Projuktir-Pathshala-Institute a Leading Freelancing training institute in Uttara Dhaka

Views 5

উত্তরাতে আমরা সর্ববৃহত ফ্রীল্যান্সারস কমিউনিটি তৈরী করতে যাচ্ছি এবং প্রত্যেকটা স্টুডেন্টকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য, কারন শুধুমাত্র স্কিল ডেভেলপ করলেই বা স্কিল ডেভেলপ না করে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করলেই তো হবেনা। আগে স্কিল ডেভেলপ করতে হবে, তারপর প্রফেশনাল কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞ হয়ে ওঠার পরই কাজে নামা উচিত । যখন আমাদের স্টুডেন্টরা অভিজ্ঞ হয়ে যাবে, তখন আমরা তাদেরকে হাতে ধরে ধরে কাজে বিড করা দেখাই এবং সব রকমের সাহায্য করি যাতে তারা সফলভাবে ফ্রীল্যান্সিং পেশাকে তাদের ক্যারিয়ার হিসেবে নিতে পারে।

Share This Video


Download

  
Report form