আমার গর্ব শুধু এই ।। বাংলা কারাওকে ।।

Views 77

কারাওকে = আমার গর্ব শুধু এই
গায়িকা = আশা ভোসলে
কারাওকে মাস্টারিং = আরিয়া মারিয়া
কীবোর্ড প্লেয়ার = কিরন
কারাওকে অনুরোধ = গৌতম মাঝি
***** Music *****
আমার গর্ব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন, আমি হাসতে পারি তেমন
সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলি চলি সহজেই
কিছু চেয়েই আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়িয়েই
***** Music *****
আমার গর্ব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন
***** Music *****
যেমন চাঁদের আলো, উত্তাপ নেই কিছু যার,
অথচ আলোয় তার, সারা ভুবন একাকার
***** Music *****
যেমন চাঁদের আলো, উত্তাপ নেই কিছু যার,
অথচ আলোয় তার, সারা ভুবন একাকার
***** Music *****
আমি সেই ভাবে আমার এ হিসাবে পূর্ণ যে আমাতেই
সব সাধ আশা সব ভালোবাসা পেয়ে গেছি এখানেই
***** Music *****
আমার গরব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন
***** Music *****
কেমন কে বাসে ভালো, চোখের জলে বোঝা যায়
আনন্দে সে জল পড়ে, ঝরে পরে বেদনায়
***** Music *****
কেমন কে বাসে ভালো, চোখের জলে বোঝা যায়
আনন্দে সে জল পড়ে, ঝরে পরে বেদনায়
***** Music *****
সব পারি দিতে এই সুখ দিতে পারবোনা কিছুতেই
হেরে গিয়ে আমি জিতে গেছি যেন দুঃখের সুখেতেই
***** Music *****
আমার গরব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন
***** Music *****
সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলি চলি সহজেই
কিছু চেয়ে আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়িয়েই
আ আ.. আআআআ ও ও.. আআআআ
Please Like Comment Share & Subscribe

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS