পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের হতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বসিরহাটের সুদীপ্ত রায়

Views 19

যখন সময় থমকে দাঁড়ায় সুদীপ্ত রায় দু হাত বাড়ায়

করোনা ভাইরাসের জেরে সারা ভারতবর্ষ ব্যাপী লকডাউনে চলছে। যার কারণে সমস্যার মধ্যে পড়েছেন অসংখ্য দরিদ্র পরিবার। ঠিক মতো খেতে পারছে না অনেকেই, এমন সময় দেখা মিললো এক করোনা যোদ্ধার নাম তার সুদীপ্ত রায় তিনি 6/5/20 উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংস্থা গোকুলপুর সেবা সদনে উপস্থিত থেকে পাচার থেকে উদ্ধার হওয়া অসহায় 20 জন মেয়েদের পরিবারের পাশে দাড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। তিনি জানান "বসিরহাটের বিধায়ক দিপেন্দু বিশ্বাস আমার প্রেরণা। দিপেন্দু বিশ্বাস যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেভাবেই পাশে থাকতে চায়। আমি ওনাকে দেখেছি পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের সাহায্য করতে তাই আমিও একই পথ ধরে এগিয়ে নাহারের সাথে পরিচয় হয়। তারপর বসিরহাট 2 এবং আজ স্বরূপনগর ব্লকে এই মেয়েদের পাশে দাড়াতে পারে সত্যি খুব ভালো লাগছে"
সুদীপ্ত বাবু দীর্ঘ 38 দিন কোনো না কোনো গ্রামে অভুক্ত ভবঘুরে মানুষ ও পশুদের রান্না করা খাবার নিজ হাতে রান্না করে পরিবেশন করে চলেছেন। 20 জন মেয়েকে চাল,ডাল,আলু,সোয়াবিন,সবজি সহ একাধিক খাদ্য সামগ্রী বিতরণ করেন।
গোকুলপুর সেবা সদনের সম্পাদক মহিদুল ইসলাম জানান "আমাদের অধীনে যে 20 জন মেয়ে ছিলো তাদের ত্রাণ দেওয়ার জন্য সুদীপ্ত বাবুর কাছে কৃতজ্ঞ। সাথে সাথে শেঠ বাগান মহিলা সংঘের সম্পাদিকা দীপা সেন ও সমাজকর্মী জিনিয়া নাহারের কাছেও কৃতজ্ঞ ওনার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS