আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় ক্যাসিনো, মদের বার || Casino

Media Secret 2020-05-13

Views 5

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় ক্যাসিনো, মদের বার || Casino

সালমান শাহর ‘খুনি’ আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে ক্যাসিনো, মিনি বার

বিতর্কিত ও আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে তার ভেতরে ক্যাসিনো এবং ওই বাড়ির ছাদে মিনি বারের সন্ধান পেয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারীরা।

এ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, মাদক হিসেবে ব্যবহৃত সীসার উপকরণ ও ক্যাসিনোর সরঞ্জামা জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির দুই কর্মচারী নবীন ও পারভেজকে আটক করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

রোববার বিকেল ৫টার দিকে গুলশান-২-এ আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম বলেন, আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়ির ভেতরে ক্যাসিনো এবং তার ছাদে মিনি বারের সন্ধান পাওয়া গেছে। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ ক্যাসিনোর সরঞ্জাম, বিদেশি মদ ও সীসার উপকরণ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় আজিজ মোহাম্মদ ভাই বাড়িতে ছিলেন না।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে যে ক্যাসিনোটি পাওয়া যায়, এতে ডলারের মাধ্যমে খেলা হতো। এক সেন্ট থেকে শুরু করে ১০০ ডলারের পর্যন্ত কয়েন দিয়ে খেলা হতো। সাম্প্রতিক রাজধানীতে যতগুলো ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে, সেসব জায়গায় খেলা হতো টাকা দিয়ে। এটা তার ব্যতিক্রম।

‘এতেই বোঝা যাচ্ছে এখানে খুব হাইপ্রোফাইল মানুষ খেলতে আসতেন। এছাড়াও ক্যাসিনোটি সকল প্রকার আধুনিক সুবিধা রয়েছে এবং সুসজ্জিত। এখানে মদ থেকে শুরু করে সিসা, গাঁজাসহ সব ধরনের মাদকের সুযোগ-সুবিধা ছিল।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, ‘গুলশান ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর বাড়িটি আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে। তবে তা দেখাশোনা করতেন তার ভাই ও বোন।’

‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখানে আমরা বিপুল পরিমাণে বিদেশি মদ, সিসার উপকরণ ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করেছি।’

#Casino #ক্যাসিনো #আজিজ_মোহাম্মদ_ভাই

‘ Bar , casino ’ in Aziz M Bhai’s house
Liqour, gambling equipment, seized in DNC rai

The Department of Narcotics Control (DNC) yesterday raided the house of controversial industrialist and film producer Aziz Mohammad Bhai, in the capital’s Gulshan-2.

The DNC officials raided two buildings on the same plot on Gulshan-2’s road 57 and seized a huge amount of illegal liquor and casino equipment.

Fazlur Rahman, DNC additional director who led the drive, said the gambling equipment was found on the rooftop of one of the buildings and “a huge amount” of liquor in a room on the third floor of the other building.

The seized items include 600 bottles of foreign liquors of different brands, five kilogrammes of flavoured tobacco for Shisha and 200 grammes of marijuana, along with some valuables.

Fazlur further said the house had a mini bar and a group of people would go there to gamble and drink.

The DNC detained two caretakers of the buildings, Nabin Mandal and Meer Md Parvez, for interrogation.

Nabin told the DNC team that he has been working as a caretaker of the house for the last seven years, but he had never

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS