সেন্টমার্টিন দ্বীপে হঠাৎ কেন বিজিবি মোতায়েন? || BGB || Saint Martin || Media Secret
বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিনে দীর্ঘ ২২ বছর পর হঠাৎ করেই ভারী অস্ত্রশস্ত্রসহ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ১৯৯৭ সালের পর এবারই বিজিবির একটি প্লাটুন সেখানে অবস্থান নিয়েছে।
টেকনাফে বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, 'গোয়েন্দা তথ্য ও সরকারি সিদ্ধান্তের' কারণে এটি করা হচ্ছে।
তিনি বলছেন, "২০১৭ সালে রোহিঙ্গাদের ঢল নামার সাথে সাথে মাদকের একটা রুট, বিশেষ করে টেকনাফকে কেন্দ্র করে ইয়াবা পাচার বেড়ে গিয়েছে। এই সবকিছু বিবেচনা করে গোয়েন্দা রিপোর্ট, সরকারি রিপোর্ট এবং আমরা নিজেরাও সবাই মিলে মনে করেছি বিজিবি এখানে মোতায়েন দরকার।
তিনি বলছেন, "বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে একটু দূরে এই দ্বীপটির নিরাপত্তা আমাদের জন্য বড় একটা বিষয়। তাই আমরা নিরাপত্তা বৃদ্ধি করেছি। ভারী অস্ত্রশস্ত্র সহই আমরা সেটা করেছি।
লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলছেন, "মিয়ানমারের এই দাবির ব্যাপারে আমরা সবসময় সতর্ক আছি। এই ভূখণ্ড শুধুমাত্রই বাংলাদেশের, আগেও বাংলাদেশের ছিল, এখনো বাংলাদেশের আছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের থাকবে। এই বিষয়টাকেও আমরা মাথায় রেখেছি। মিয়ানমারের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের উপর কোন প্রেশার কিংবা হুমকি নেই।
#saintmartin #sentmartin #সেন্টমার্টিন