#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা আবহের মধ্যেই এবার করোনা যোদ্ধা বাঁকুড়া মেডিকেলের নার্সদের শহরের প্রতাপবাগান, কড়গাহিল,সহ কয়েকটি এলাকার বাড়ীওয়ালারা নানা অছিলায় তাদের ভাড়া বাড়ী ছাড়ার জন্য হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠল। এই ঘটনা নিয়ে নার্সরা মেডিকেল কর্তৃপক্ষের কাছে উষ্মাও প্রকাশ করেন। আসলে করোনা সংক্রমণের আশঙ্কায় বাড়ীওয়ালারা ঘর ছাড়া
করার নানা কৌশল নিচ্ছেন বলে জানা যাচ্ছে। কেও সরাসরি নিজের বাচ্চার দোহাই পেড়ে নার্সদের বাড়ী ছাড়তে বলছেন, তো আবার অনেকে বাড়ী রঙকরা বা সারাইয়ের অযুহাত বা লকডাউনে ভিন রাজ্য থেকে আত্মীয় এসে ঘরে উঠবেন এমন যুক্তি খাড়া করে নার্সদের ভাড়া বাড়ী থেকে তোলার মতলব আঁটছেন! এই অবস্থায় নার্সদের পরিবারের সদস্যরাও সমস্যায় পড়েছেন। এই সময় সহজে নুতন বাড়ী ভাড়া মেলাও দুষ্কর। তা ছাড়া এত অল্প সময়ে শহরে বাড়ী পাওয়াও মুশকিল। তাই তাদের বাড়ী ছাড়া না করার বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবী তুলেছেন তারা। বাঁকুড়া মেডিকেলের নার্সিং সুপার সরিতা পাল জানান, এই বিষয়টি মৌখিক ভাবে প্রশাসনিক কর্তাদের নজরে এনেছেন। এবং তিনি নিজেও বাড়ীওয়ালাদের বোঝাবেন যে নার্শদের শরীর থেকে করোনা ছড়ানোর আশঙ্কা করাটা ভুল। তাহলেই সমস্যা মিটবে বলেও দাবী করেন নার্সিং সুপার।
আমদেরও বিশ্বাস শহরের বাড়ীওয়ালারাও এই কঠিন সময়ে নার্শদের পাশে থেকে তাদের মানবিকতার পরিচয় দেবেন। সাথে,সাথে এ-ই সমস্যাও মিটবে নিমেষে।