লকডাউনে গ্রামেই চলছিল বেআইনি আটার কারবার,আটা বোঝাই গাড়ী আটকে পুলিশের হাতে তুলেদিলেন গ্রামবাসীরা,আটক অভিযুক্ত।

Bankura24x7 2020-05-25

Views 225

#বাঁকুড়া২৪X৭,প্রতিবেদন : লকডাউনের মধ্যেই গ্রামে রমরমিয়ে চলছিল আটার বেআইনি কারবার। অবশেষে, গ্রামের মানুষ তা ঠেকাতে এগিয়ে এলেন।আটা বোঝাই গাড়ী আটকে তারা এদিন বিক্ষোভ দেখান। পাশাপাশি পুলিশ কে খবর দিয়ে আটার গাড়ী তারা পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার আঁচুড়ি অঞ্চলের পাপুরডিহি গ্রামে। বাঁকুড়া সদর থানা এই ঘটনায় অভিযুক্ত শিবু মন্ডল কে আটক করেছে। গ্রামবাসীদের দাবী, শিবু ও তার ছেলে বুধন মিলে এই বে আইনি কারবার চালাচ্ছিল।এরা রেশনের আটাও এখানে মিশিয়ে বস্তাতে ভরে তা রিসাইকেল করত। তারা ঝাঁটিপাহাড়ীর আটা মিলে এই আটা পাঠাত। ওই মিল আবার এই আটাই প্যাকেটজাত করে রেশনে সরবরাহ করত। বাঁকুড়া সদর থানার
পুলিশ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে শিবু মন্ডল কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি, তারা রেশনের আটা কিভাবে এনে বস্তা বন্দী করত তাও খতিয়ে দেখছে পুলিশ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS