নাসিমের জন্য দোয়া চাইলেন ছেলে জয়। AL Leader Nasim in Critical Situation । #ICU #ventilation

BizHut 2020-06-06

Views 10

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা অপরিবর্তিত রয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আগামী ৭২ ঘন্টা তাকে এভাবেই রাখা হবে। যদি অবস্থার উন্নতি হয় তাহলে ভেন্টিলেশন কমিয়ে দেওয়া হবে।

চিকিৎসকদের বরাত দিয়ে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, তার বাবার অবস্থার উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি। তবে, কোনোভাবেই তার অবস্থা ভালো বলা যাবে না। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS