যদি এই যাত্রায় বেচে ফিরি| শিকদার হুমায়ুন কবীর পলাশ| তানভীর আহমেদ শাওন

Views 1

যদি এ যাত্রায় বেচে ফিরি
আর আমি কাকের বাসা ভাঙার মিটিং করবনা,
তেপান্তরের মাঠ পেরিয়ে বুনো হাসের ডিম খুজে খুজে কতবার ভেঙে গেছে শামুকের ঘুম,
কত যে বার জড়োসড়ো পথ বদলেছে কলমীর ডগা,
আর আমি বড়শীতে কেঁচো গেথে প্রতারক হবনা,
এ যাত্রায় বেচে গেলে সাগরের জলে
সুধাবনা দেহজ লবন,
বাতাসে মেশাবনা লোভ ঘৃনা ঈর্ষার বিরহী বিষ ,
মেঘের গায়েও আর ছুড়বনা ঢিল।
এটুকুইতো পারা না পারা আমার,
আমিতো আর জাতিসংঘ নই,
আমি বড়জোর ঘরে সেভ শিখছি, ফু মেরে মশা উড়াচ্ছি, পিপড়েকে ছায়া ফেলে মানুষের থেকে দুরে আর তেলাপোকার কি অপরুপ রসায়ন
পথ বদলে বদলে।
গ্রামগুলো থাকনা গ্রামের মত
খাল বিল ডোবা শাপলা শালুক,
এটুকুইতো সাধ্য আমার,
আমিতো আর পাহাড় নদী সাগরখেকো নই,
মাটিখেকো, বনখেকো, ত্রানখেকো নই,
আমারতো আর লোহা প্লাস্টিক হজম হয়না,
আমি বড়জোর একটা বীজ পুতে জল ঢালতে পারি।

শিকদার হুমায়ুন কবীর পলাশ

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS