বাংলার যুব শক্তিতে যোগদানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে জেলায়,কর্মশালার পর্যালোচনায় মিলল ইঙ্গিত,জানালেন যুব নেতা সোহম ও নির্মাল্য।

Bankura24x7 2020-06-29

Views 114

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা ও আমফানের আবহে রাজ্যে একেবারে অরাজনৈতিক ভাবে প্রায় এক লাখ যুবক, যুবতীদের বাংলার যুব শক্তি প্ল্যাটফর্মে যুক্ত করে মানুষের সেবায় ব্রতী হওয়ার কর্মসূচী নিয়েছিলেন রাজ্যের যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই প্ল্যাটফর্ম একেবারে অরাজনৈতিক রাখার ওপর জোর দেওয়া হয়েছিল ষোলোআনা। এক মাস হতে এখনও বাকী। ১৫ দিনের মাথাতেই তা ১ লাখ লক্ষ্যমাত্রা ছাপিয়ে ১ লাখ ৯২ হাজারে টপকে গেছে। বাঁকুড়ায় এই লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৩ হাজার। তাও ছাপিয়ে যাবে বলে মনে করছে টিম যুবশক্তি। বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের ৬ টি জেলায় বাংলার যুবশক্তির দায়িত্ব পেয়েছেন অভিনেতা ও রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি সোহম চক্রবর্তী এবং যুবনেতা ও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী। আজ জেলার সোনামুখী অডিটোরিয়াম এবং বাঁকুড়া রবীন্দ্রভবনে যুবশক্তির কর্মশালা ও পর্যালোচনা সভা সারেন এই দুই নেতা।সেখানে ইঙ্গিত মিলেছে বাঁকুড়ার তিন পুর শহরের পাশাপাশি, জঙ্গলমহল থেকেও ভালো সাড়া পড়েছে। নির্মাল্য বাবু জানান, বাঁকুড়া জেলায় সাড়ে ৩ হাজার যুবক, যুবতীদের যোগদানের লক্ষ্যমাত্রা রাখা হলেও সেই সংখ্যা ছাড়িয়ে যাবে এবং যারা মানুষের জন্য কাজ করতে চায়,মুলত তাদের একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়াটাই এই কর্মসুচীর উদ্দেশ্য।
অন্যদিকে, অভিনেতা ও রাজ্যের যুব তৃণমূল নেতা সোহম চক্রবর্তীও বাঁকুড়ায় যোগদানে ভালো সাড়া মেলায় খুশী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলার যুবদের যে আস্থা ও ভালোবাসা রয়েছে তার ফলাফলই বাংলার যুব শক্তিতে যোগদানের মাধ্যমে আমরা টের পাচ্ছি। রাজ্যে পনেরো দিনেই ১ লাখ ৯২ হাজার যুবক, যুবতী যুক্ত হয়েছেন। এই সংখ্যা আরো বাড়বে।
প্রসঙ্গত, অনেক যুবক,যুবতীর মানুষের বিপদে,আপদে পাশে থাকা,এবং সমাজের জন্য কিছু করার চেষ্টা চালান নিজস্ব গন্ডির মধ্যে থেকে। তারাই এবার বাংলার যুব শক্তির মাধ্যমে তাদের কাজের ব্যপ্তি ঘটানোর সুযোগ পাচ্ছেন। আর সেই উদ্দেশ্য নিয়েই জেলাতেও বাড়ছে যুব শক্তিতে যোগদানের সংখ্যা তা বলাই বাহুল্য।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS