Bangladesh RAB making home for poor

Bangladesh 2020-07-16

Views 5

ঝিনাইদহে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ অসহায় বৃদ্ধার ঘর নির্মাণ করে দিল র‌্যাব


ঝিনাইদহে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এক বৃদ্ধার ঘর নির্মাণ করে দিয়েছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের বৃদ্ধা কমেলা খাতুনের কাছে ঘর হস্তান্তর করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত পঙ্গু স্বামী আব্দুল মান্নানকে নিয়ে খুপড়ি একটি ঘরে বসবাস করতো কমেলা খাতুন। ঘুর্ণিঝড়ে তার ঘর ভেঙ্গে যায়। এতদিন প্রতিবেশীর ঘরের বারান্দায় বসবাস করছিল।

র‌্যাব অফিসে পরিচারিকার কাজ করা কমেলা খাতুন বিষয়টি জানালে র‌্যাব সদস্য’র বেতনের টাকা দিয়ে ঘরটি নির্মাণ করে দেওয়া হয়। ঘর পেয়ে খুশি অসহায় বৃদ্ধা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS