Theft of 16 lakh taka in front of the eyes
রাজশাহী নগরীর সাহেব বাজার অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখার ভেতর থেকে ১৭ লাখ টাকা চুরি হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র ঘটনাটি ঘটিয়েছে বলছে ব্যাংক কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, সোমবার দুপুরে বেসরকারি প্রতিষ্ঠান বেঙ্গল ফার্টিলাইজার এর ম্যানেজার মাহফুজুর রহমান রিপন ব্যাংকে আসেন। সেখানে তিনি পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলে বসে চেক লিখছিলেন। এ সময় চারজনের একটি সংঘবদ্ধ চক্র তার পায়ের কাছে রাখা ব্যাগ কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়।
পরে টাকা জমা দিতে গিয়ে টাকার ব্যাগ খুঁজে না পেলে ব্যাংক কর্মকর্তাদের জানায় সে। পরে সিসিটিভি ফুটেজে চুরির বিষয়টি উঠে আসে।
পুলিশ জানিয়েছে, ব্যাংকের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্ত চলছে। একই সাথে মাহফুজুর রহমান রিপনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।